প্রকাশের সময়: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

ঘোলাগাড়ী পূর্বপাড়ার বাবলু মন্ডলের পুকুর থেকে ০২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশের সময়: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

বগুড়া সদর থানার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া এলাকার মৃত সোলায়মান আলী মন্ডলের ছেলে বাবলু মন্ডলের পুকুর থেকে ০১টি চায়না রাইফেল এবং ০১টি এলএমজি রাইফেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।স্থানীয় কৃষক জনি মিয়া তার কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের জন্য বাবলু মন্ডলের পুকুর থেকে পানি নিতে গেলে পুকুরের কাঁদা মাটির মধ্যে একটি রাইফেলের নল দেখতে পান। তিনি দ্রুত ৯৯৯ নম্বরে কল করে সদর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মহিনুউদ্দিন নিশ্চিত করেছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি রাইফেলের নাম্বার ৫ই আগস্ট সদর থানা অস্ত্রাগার থেকে লুণ্ঠিত অস্ত্রগুলোর নাম্বারের সঙ্গে মিলে গেছে। পুলিশ এই ঘটনায় বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন