প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মশাল মিছিল

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার. দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অপসারণের দাবিতে এক মশাল মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা।
গত ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার রানীরবন্দরের সুইহারিবাজার থেকে মোঃ জোবায়দুর রহমানের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউপি কার্যালয়ে গিয়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা।
এসময় নশরতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর ওহাবের অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্নসাৎ, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে বক্তব্য রাখেন মোঃ জোবায়দুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুস সবুর, আব্দুর রশিদ প্রমূখ।
এসময় বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান আব্দুল ওহাবের অপসারণ দাবি করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নশরতপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব আত্নগোপনে রয়েছেন। এরপর থেকে দায়িত্ব পালন ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম লাইলী।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন