
হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলার তানোর উপজেলায় অবস্থিত বিল কুমারী বিল ও শিব নদী একসময় খরস্রোতা ছিল, তবে বর্তমানে নদীর নাব্যতা সংকটে মরা খালে পরিণত হয়েছে। শিব নদের বুক জুড়ে এখন সবুজের সমারোহ, যা সবুজের গালিচায় ঢাকা শস্য মাঠের মতো দেখায়। বিল কুমারী বিল, যা শিব নদীর সঙ্গে সংযুক্ত, তানোর উপজেলার গোল্লাপাড়া, কুঠিপাড়া, মেলান্দি ও গোকুল গ্রামের প্রায় পাঁচ শতাধিক জেলে পরিবারের জীবিকার উৎস। বর্ষাকালে নদী ও বিল মিলেমিশে একাকার হয়ে যায়, আর শীতকালে শুকিয়ে যায় এর অধিকাংশ।বিল কুমারী বিলের এক পাশে রয়েছে মাছের অভয়াশ্রম, যেখানে মাছ ধরা নিষিদ্ধ। এই অভয়াশ্রমে নির্বিঘ্নে মাছ ডিম পাড়ে এবং বড় হয়ে ওঠে। অন্য পাশে সারা বছর জেলেরা মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। বছরে একদিন জেলেরা অভয়াশ্রমে মাছ ধরার সুযোগ পান, যা তাদের জন্য আশীর্বাদের মতো। এছাড়াও, বিল কুমারী বিলে পানকৌড়ি, বক, গাঙচিল, গাঙ শামুখখোলা, নারিকেল হাঁসসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণ রয়েছে। স্থানীয় জেলে ও গ্রামবাসী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করেন। তবে, শিব নদীর নাব্যতা সংকট ও বিলের জলাভূমি শুকিয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন, যাতে শিব নদী ও বিল কুমারী বিলের পুনরুজ্জীবন এবং পাখিদের অভয়াশ্রম সংরক্ষণ করা যায়।পর্যটকদের জন্য বিল কুমারী বিল একটি আকর্ষণীয় স্থান, যেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তানোর উপজেলার পার্শ্বে এই বিল অবস্থিত। তানোর থানা মোড় থেকে তালন্দের দিকে ২ কিলোমিটার রিকশা বা ভ্যান যোগে এখানে পৌঁছানো যায়। বিল কুমারী বিল ও শিব নদীর সুরক্ষা ও সংরক্ষণে স্থানীয় প্রশাসন ও সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন, যাতে এই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।