
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ
অভিযানকালে এসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এসআই(নিরস্ত্র) স্বপন কুমার ভৌমিক, এএসআই(নিরস্ত্র) মাঈন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর-৩০৬/২৪(আখাউড়া) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০১। জসিম উদ্দিন, পিতা-জিন্নত আলী, সাং-নারায়নপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, সিআর-৪৭৬/২২(আখাউড়া)এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০২। মোঃ জনি মিয়া, পিতা-জমিদার মিয়া, সাং-ধর্মনগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং সিআর-৪০৭/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৩। মোঃ আবুল বাসার প্রকাশ বাসু মিয়া, পিতা-মৃত আবুল হাসেম, সাং-ছয়ঘড়িয়া(দক্ষিণ পাড়া), থানা-আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়াদের পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।