
মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ২০ শে জানুয়ারী (সোমবার) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে হোটেল ব্যাবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের রনবাঘা বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় জিয়া হোটেলের ম্যানেজার মো: দুলাল হোসেন (২৮) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় প্রসিকিটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার এসআই মো: আমির আলী।