
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এসআই(নিরস্ত্র) ওয়াসিম বিল্লাহ, এএসআই(নিরস্ত্র) ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ ২০-১-২০২৫ ইং তারিখে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর-৭৮৭/২৪(নবীনগর) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০১। মোঃ জয়নাল ভূইয়া, পিতা-মৃত ধন মিয়া, সাং-টনকী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
আপর অভিযানে, সিআর-৫৩০/২৪(আখাউড়া), ধারা-৪২০ পেনাল কোড এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০২। আলামিন মিয়া, পিতা-রমজান মিয়া, সাং-মোগড়া কালিতলা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।