প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

বেরোবির ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল-সেক্রেটারী শামীম

প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

রিপন শাহরিয়ার, বেরোবিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) যে ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (২০২৫-২৬) মেয়াদের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী সোহেল রানা চাঁদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এক‌ই বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী মোঃ শামীম রানা নির্বাচিত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের জন্য এই প্রথম পূর্ণাজ্ঞ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-মুন্নি রানী, মেহেদী হাসান, রবিউল আলম সুজন,জিল্লুর রহমান, মিরাজুল ইসলাম ফিরোজ, ওবায়দুল হক, সাব্বির হোসেন সগির, যুগ্ম সাধারণ সম্পাদক- সোহেল রানা, ফাহিম খন্দকার, এম এম এন নাসিম, মোতাউল ইসলাম, কোষাধ্যক্ষ- নীল মিয়া, সাংগঠনিক সম্পাদক-আরিফুর রহমান জীবন, রুহুল আমিন, আল আমিন, কামরুল, সাজেদুল ইসলাম সাজু ,আল ইমরান, আশফাক সাজু, মুশফিকা মিশু, মাহফুজ আহমেদ,প্রচার ও মুদ্রণ সম্পাদক- মো. শয়ন শেখ, আরবি আক্তার পিংকি, রাশেদুল ইসলাম রাশেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সুজন রানা, মনিরুল ইসলাম মুকুল, মোস্ত. জেসমিন আরা রিতা, ক্রীড়া সম্পাদক-আরমান হোসেন, নাজমুল হক, মো. শাহরিয়ার তুতুল, ইভেন্ট সম্পাদকবৃন্দ-মো. মোহতাসিম মুসফিক, হাফিজা আফরিন, অফিস সম্পাদক- মো. কাইউম ইসলাম, ফারিয়া মাসুদ, দেবাশীষ প্রামাণিক জয়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-জাকিরুল ইসলাম, আলিফ লায়লা শম্পা, সাংস্কৃতিক সম্পাদক- সোমা সরকার, মৌনিতা সাহা।

নব নির্বাচিত সভাপতি সোহেল রানা (চাঁদ) বলেন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা কাজ করবো। এবং সুযোগ পেলে বিভাগের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবো।

সাধারণ সম্পাদক শামীম মিয়া বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এতদিন কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিলো না। এটি একটি ইংরেজি বিভাগের জন্য মাইফলক হিসেবে কাজ করবে। শহীদ আবু সাঈদের এই বিভাগে অধ্যয়ণরত গরীব মেধাবী শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন