প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

শহিদুজ্জামান বাবু, খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার সকালে জিয়া মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। সকালে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।
বিতরণের সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, সহ-দফতর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন