প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

ঝিনাইদহে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত ২,বাড়িঘর ভাঙচুর,ককটেল বিষ্ফোরণ

প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

শহিদুজ্জামান বাবু,খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহের প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২জন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সহ ককটেল বিষ্ফোরণ করা হয়। শুক্রবার রাতে শহরের ষাটবাড়িয়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন,ষাটবাড়িয়া গ্রামের পূজা মন্দির কমিটির সভাপতি ও ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিলেন ও একই গ্রামের উজ্জল। এরমধ্যে নিলেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা।

হামলায় আহত উজ্জল বলেন,রাতে বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলাম আমি নিলেন। হঠাৎ অনেক লোক এসে অতর্কিত হামলা চালায়। তারা রড,চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় আমাদের। যাওয়ার সময় ৪টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকাবাসীকে বিচ্ছিন্ন করে দেয়। পরে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা একই এলাকার লিকু,বিদ্যুৎ,সুশান,উৎপল,জন,বিধান,মানিক,অজয়,সজিব সহ বহিরাগত প্রায় ৪০ থেকে ৫০ জন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,ষাটবাড়িয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন