
নওগাঁ নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড গুজিশহর বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড বিতরণের নামে ৫০-৭০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় হট্টগোল দেখা দেয়।বুধবার (১৫ জানুয়ারি) ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন এর গুজিশহর বাজারে এ ঘটনা ঘটে। সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। স্থানীয়রা জানায়,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদের ছোট ভাই আজিজুল রহমান ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের স্মার্ট কার্ড দেওয়ার জন্য ৫০-৭০ টাকা খরচ নেওয়া হচ্ছে।এ নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।সরেজমিনে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন এর গুজিশহর বাজারে গিয়ে দেখা যায়, টিসিবি কার্ডধারীরা স্মার্ট কার্ড নিতে এসে হট্টগোল করছেন।এ সময় তারা অভিযোগ করেন যে স্মার্ট কার্ড নিতে ৫০-৭০ টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের লোকজন।বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদের ভাই আজিজুল বলেন , ‘আমাদের কে খরচের জন্য ৫০-৬০ টাকা নিতে উপরমহল থেকে অর্ডার নিয়ে এসেছি আমরা।৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম খাঁ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘টাকা নেওয়ার কোনো নিয়ম নাই এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে