প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

আখাউড়ায় রাতে চুরি করে কৃষি জমির থেকে মাটি কাটার সময় ৫ ড্রাম ট্রাক আটক,৭ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
আখাউড়া উপজেলার ধরখার ও টানমান্দাইল এলাকার বিলের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় মাটি ভর্তি ৫টি ড্রাম ট্রাক এবং এক্সভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসব ট্রাক আটক করা হয়েছে। আটকের পর ট্রাকগুলো কে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পটে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুল মালিক আসলে তাকে ৭ লাখ টাকা জরিমানা করে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর রাতের আধারে সবার চোখ ফাঁকি দিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহি মঙ্গলবার রাত ৮টা থেকে ২টা পর্যন্ত ধরখার এলাকায় অভিযান পরিচালনা করেন। ট্রাক চালকগণ বিভিন্ন মাধ্যমে নিয়োগ পেয়ে এ কাজ করছিল তারা মূল মালিককে না চেনায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভিন রুহি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা আছে, বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে মাটি কাটা হলে সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানাসহ সাজা দেওয়ার বিধান আছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন