প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচা খুনের মামলার এক মহিলা আসামি গ্রেফতার

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় ভাতিজার মারপিটে চাচা খুনের মামলায় এজাহার ভূক্ত এক মহিলা আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধায় সাব্দী বুদ্ধির বাজার এলাকার মোঃ আব্দুল গফুরের স্ত্রী ভাতিজা কর্তৃক চাচা খুনের মামলার এজাহার ভূক্ত আসামি গোলাপি বেগম(৩২) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ভাতিজা শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর পুর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এসময় বিরোধপূর্ণ জমি থেকে মাটি উত্তোলনে বাধা দেন চাচা আমজাদ হোসেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা শহিদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে এলোপাতাড়ি মারপিট করলে তিনি ঘটনাস্থলেই আহত হন। এ সময় তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমিতে মাটি উত্তোলনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিহত আমজাদ হোসেন খুন হওয়ায় মামলায় এজাহার ভূক্ত আসামি গোলাপি বেগম কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান তিনি!

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন