প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

কাউনিয়া উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় অসহায় দুঃস্থ ও নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন এস.এস.সি ২০১৩ ব্যাচের সংগঠন ‘আমরা ১৩ সোমবার রাতে সংগঠনের সদস্যগণ উপজেলার বিভিন্ন স্থানে এসব কম্বল বিতরণ করেন।কাউনিয়া রেলস্টেশন এলাকা, নিজপাড়া, শহীদবাগ, শাহাবাজ ও গঙ্গানারায়ণ এলাকায় অতিদরিদ্র শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী মো. জাহিদ হাসান, সহ-সভাপতি সাব্বির হাসান ও আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমন ও সাগর মিয়া, আল-আমিন সরকার, জসিম সরকার ও বাবু মিয়া। সংগঠনের উপদেষ্টা মো. জাহিদ হাসান বলেন, কাউনিয়ায় শীতার্ত মানুষের জন্য ‘আমরা ১৩’ এর পক্ষ থেকে প্রায় ১৫০ টি কম্বল এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন