প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রশাসন আয়োজিত নন্দীগ্রাম হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী ৫ দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
(১৪ জানুয়ারি) মঙ্গলবার বেলা ১১টায় নন্দীগ্রাম হাইস্কুল মাঠে উপজেলার ৬ দলীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল
টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় নন্দীগ্রাম পৌরসভা বনাম ১নং বুড়ইল ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।
উক্ত ফাইনাল প্রতিযোগিতায় পুরো খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে সমাপ্ত করা হয়। টাইব্রেকারে নন্দীগ্রাম পৌরসভা একাদশ (৫-৪) ব্যবধানে ১নং বুড়ইল ইউনিয়ন একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু, উপজেলা সহকারী কনিশনার (ভুমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রকৌশলী এজাজুল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মো: ফজলুল করিম, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, এপি মাজেদুল ইসলাম, পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, প্রমুখ। খেলার ধারা বর্ননায় ছিলেন বুড়ইল ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আলমগীর কবির।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন