
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বিদিরপুরে একটি বালু বোঝাই কৃত ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হন।
নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল ওসমান (১৩) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিল্কী গ্রামের উজ্জ্বল আলীর ছেলে। সে আলোর দিশারী মডেল মাদ্রাসার ক্লাস থ্রি এর শিক্ষার্থী ছিল।
সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান, বুধবার সকাল পৌণে ১০টার দিকে শিশু ওসমান বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় শহরের বিদিরপুরে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই কৃত ট্রাক্টরে ধাক্কা দিলে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়।
সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ট্রাক্টর চালককে হেফাজতে নেয়। ঘাতক ট্রাক্ট্রর চালক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের কাবিরের ছেলে রনি ইসলাম।
উক্ত ঘটনায় এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করলেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।