প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৬ মে, ২০২৫

গাইবান্ধায় নিয়োগ পরিক্ষায় প্রক্সি-ডিভাইস ব্যবহার, গ্রেফতার ৪

প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগ পরিক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার এবং বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার (১১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরআগে একইদিন সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১ টা পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ছাইমুন ইসলাম, আসাদুজ্জামান আসাদ, রাশেদ আহম্মেদ ও শাহ সুলতান। এদের মধ্যে ছাইমুন ইসলামের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে এবং আসাদুজ্জামান আসাদ (প্রক্সি) মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। এছাড়া শাহ সুলতান ও রাশেদ আহমেদ নামে অপর দুজনকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।রবিবার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন