
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক সঙ্গীয় অফিসার এ.এস.আই(নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ কামরুল হাসান,এ.এস.আই(নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-১১/০১/২০২৫ তারিখ, রাত ৯টা.৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপিস্থ, ছয়ঘড়িয়া আবুল খায়ের এর বসত বাড়ির পশ্চিম ভিটির আসামী আব্দুল হান্নান(৩২), পিতা-আবুল খায়ের এর দোচালা টিনের বসত ঘরের ভিতর হইতে মাদকদ্রব্য ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল হান্নান(৩২), পিতা-আবুল খায়ের, মাতা-মৃত শাহেরা বেগম, সাং-ছয়ঘড়িয়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।