
হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর ভবানীপুর মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।শনিবার(৪জানুয়ারি) বিকাল ৪ টায়এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের অনুসারী ও তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল হক এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমানকে লোহার রড, পাইপ ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের অনুসারীরা।সংঘর্ষে গুরুতর আহত ওবাইদুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত আরও ১০ জনকে চিকিৎসার জন্য একই হাসপাতালে নেওয়া হয়েছে।এ বিষয়ে তানোর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মিজানুর রহমান (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি থানা সূত্রে জানা গেছে