
হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মির্জা আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব মাসতুরা আমিনা, এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মিজানুর রহমান মিজান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা আলমগীর হোসেন, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী এবং তোফাজ্জল হোসেন তোফা।তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা দেশের জন্য শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের সচেতন ভূমিকা নিয়ে আলোচনা করেন।