প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার নিজ পরিচিতি প্রদান করেন এবং সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্ব সম্পন্ন করেন।সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,সংবাদকর্মীরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার সহযোগিতা নিয়ে গাইবান্ধা জেলার উন্নয়নে কাজ করতে চাই।মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের প্রস্তাবগুলো শোনেন। সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।উল্লেখ্য, নিশাত অ্যাঞ্জেলা সম্প্রতি গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন