
হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর তানোর উপজেলার শিব নদীর ধার দিয়ে গড়ে উঠেছে বেশ কিছু হাসের খামার। খামারগুলোতে প্রতিদিনই কর্মযজ্ঞের ব্যস্ততা লেগে থাকে। অল্প খরচে অধিক লাভের এই সম্ভাবনাময় উদ্যোগ বর্তমানে এলাকার মানুষদের জীবিকা নির্বাহে বড় ভূমিকা রাখছে।শিব নদীর পানি এবং আশপাশের সবুজ প্রকৃতি হাস পালন করার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। খামারিরা জানিয়েছেন, হাস পালন করতে খুব বেশি বিনিয়োগ প্রয়োজন হয় না। স্থানীয় পর্যায়ে সহজলভ্য খাবার, যেমন ধানের তুষ, গমের ভুসি এবং নদীর মাছ তাদের খাদ্যের চাহিদা মেটায়।একজন সফল খামারি আবদুল মান্নান ও দুলাল বলেন, “আমি প্রথমে ২৫০টি হাস দিয়ে শুরু করেছিলাম। এখন আমার খামারে ৮০০-এর বেশি হাস রয়েছে। অল্প খরচে এগুলো পালন করা যায়, আর বাজারে ডিম ও মাংস বিক্রি করে ভালো লাভ হয়।শিব নদীর পাড়ের হাসের খামারগুলো থেকে শুধু স্থানীয় বাজারই নয়, দেশের বিভিন্ন এলাকায় ডিম ও মাংস সরবরাহ করা হচ্ছে। এছাড়া, এসব খামার এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেতানোর উপজেলার কৃষি কর্মকর্তা জানান, “হাস পালন একটি লাভজনক উদ্যোগ। আমরা খামারিদের সব ধরনের পরামর্শ ও সহায়তা প্রদান করছি। শিব নদীর আশপাশের এলাকায় এ উদ্যোগ আরো বাড়ানোর জন্য আমরা কাজ করছি।খামারিদের মতে, সরকারের পক্ষ থেকে আরো সহযোগিতা পেলে এবং সঠিকভাবে প্রশিক্ষণ পেলে এই খাতটি তানোরের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।