প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৬ মে, ২০২৫

তানোর থানার মোড়ে ভয়াবহ আগুন: বিউটি ও ইনসানের দোকান পুড়ে ছাই

প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহী জেলার তানোর থানার মোড়ে আজ বেলা ১২.৩০ সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে বিউটি এবং ইনসানের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন!ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে দোকানের মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন