
জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
২৩ শে ডিসেম্বর ২০২৪ সোমবার রংপুর ক্যাডেট কলেজের চার দিনব্যাপী আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী দিবসের ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মেজর জেনারেল মোঃ কামরুল হাসান, এস জিপি, এস ইউ পি, এন ডি সি, এসডিএমসি, জেনারেল অফিসার ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল ইসলাম, এসপিপি, পি এস সি, উপাধ্যক্ষ মহম্মদ সেলিম হোসেন, এডজোটেন্ট মেজর মোহাম্মদ সাইদুল হক, মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ সাফাত চৌধুরী এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা বৃন্দ, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ, কর্মচারী ও ক্যাডেট বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথি প্রতিবছরের ন্যায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা সহ আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন।। আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪ এর শ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস সার্বিকভাবে বিজয়ী হাউস ও তিতুমীর হাউজ সার্বিকভাবে উপবিজয়ী হাউস হওয়ার গৌরব অর্জন করে। প্রকৃতপক্ষে সেনা সদর এজি শাখা (সমন্বয়) কর্তৃক পরিচালিত দেশের ক্যাডেট কলেজগুলোতে অভিন্ন পরিবেশে শিক্ষার্থী ক্যাডেটরা হয়ে ওঠে চৌকোষ, নিষ্ঠাবান ও নিয়মানুবর্তী। দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থার মাঝে থেকেও এখানে সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলা সহ সহশিক্ষামূলক কার্যক্রম কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ফলে ক্যাডেট কলেজ থেকে শিক্ষা অর্জন করে প্রাক্তন ক্যাডেটরা সামরিক বাহিনীসহ দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রতিবছরের ন্যায় এবারও ব্যানার ও পতাকায় সুসজ্জিত ছিল কলেজ ক্যাম্পাস কুয়াশা ঢাকা ভোর থেকে শুরু করে সন্ধান আমার আগ পর্যন্ত চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণোচ্ছল হয়ে ক্যাডেটরা ছিল নির্মল আনন্দে উদ্বেলিত ও উজ্জীবিত। পুরো আয়োজন এর মধ্যে দিয়ে ক্যাডেটরা দেশপ্রেমের মন্ত্রে উদযাপিত হয়ে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার শপথে প্রত্যয় দীপ্ত হয়।