
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ
অভিযানকালে এসআই(নিরস্ত্র) আশিষ সূত্রধর, এএসআই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সিআর-৪৫৩/২৪ (আখাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। আলী আজগর, পিতা-মৃত আবরু মিয়া, সাং-টানমান্দাইল, ডাকঘর-গঙ্গাসাগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। অন্য অভিযানে সিআর-৫৭৩/২৪(সদর), এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। পারুল আক্তার(৩৮), স্বামী-মোর্শেদ মিয়া, সাং-মোগড়া, পো: গঙ্গাসাগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।অপর আরেকটি অভিযানে আখাউড়া থানার মামলা নং-৬, তারিখ-১০/১২/২০২৪ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী ০৩। মোঃ বোরহান মিয়া(২৫), পিতা-সুলতান মিয়া, মাতা-খোদেজা বেগম, সাং-ভবানীপুর, (চরনারায়নপুর সরকারী আশ্রয়ণ কেন্দ্রে ২২নং ঘর), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। থাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।