
শান্ত হোসেন,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কর্মীসভার উদ্বোধক, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন আহমেদ তার ভাষণে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি এর বর্তমান কমিটির বিলুপ্ত ঘোষণা করেছেন। সদ্য বিলুপ্ত ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি সিহাবুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে উক্ত বিশেষ কর্মীসভায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সদ্য বিলুপ্ত ভেড়ামারা উপজেলা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপি’র বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মীসভায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। কর্মীসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া জেলা উপজেলা ও পৌর বিএনপি’র শীর্ষস্থানীয় কয়েকজন নেতাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিশেষ করে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন বিএনপি নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে যে বিএনপি এখনো ক্ষমতার মসনদে আরোহন করতে পারেনি। সুতরাং আত্ম তৃপ্তিতে ভুগে এমন কোন কাজে জড়িত হবেম না যাতে জনগণের সমর্থন হারাতে হয়। নির্বাচন সহজ হবে না। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে হলে নেতাকর্মীদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি আরো বলেন খুব শীঘ্রই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হবে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মতামত এবং ভোটের মাধ্যমে বিএনপির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পৌরসভা কমিটি গঠন করা হবে।
কর্মী সভার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, খুব শীঘ্রই তারেক জিয়া দেশে ফিরছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন নানা চড়াই-উৎরায় পেরিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমরা এই দল করছি। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান আপনারা তৃণমূলে সবার কাছে শহীদ জিয়ার দলের দাওয়াত পৌঁছে দিন। তিনি কৃতজ্ঞচিত্তে যারা বিগত সময়ে বিএনপি’র জন্য অবদান রেখেছেন তাদের নাম উল্লেখ করে তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অধ্যাপক শহিদুল ইসলাম আরও বলেন, দ্রুতই আপনাদের মতামতের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপি’র কমিটির নেতৃত্ব কারা দেবে তা নির্ধারণ করা হবে। অধ্যাপক শহিদুল ইসলাম তার বক্তব্যে দলের মধ্যকার ঐক্য ও সংহতি বিনষ্ট যাতে না হয় সে ব্যাপারে সকলের দায়িত্বশীল আচরণ এর উপরে গুরুত্ব আরোপ করেন। কর্মী সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত ছিলেন।