প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ ও মেধা বিকাশের লক্ষ্যে নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারী থেকে নবম শ্রেণির ১১৯৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মনোরম পরিবেশে ২ ঘন্টাব্যাপী পরীক্ষা গ্রহণ করা হয়েছে।পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম সরদার, সহসভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, মহাসচিব গোলাম মোস্তফা মতিন, শিক্ষাসচিব মহসিন আলীসহ সংশ্লিষ্টরা। নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব গোলাম মোস্তফা মতিন জানান, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ ও মেধা বিকাশের লক্ষ্য নিয়ে ২০১২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা শুরু করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন