প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৭ মে, ২০২৫

রংপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

তানভীর সোহেল,রংপুর মহানগর প্রতিবেদকঃ
রংপুর বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দেলোয়ার হোসেন ও হাসানুর রহমান নামে দুই দালালকে আটক করেন তারা।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দালালকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক হাসান ফেরদৌস ও র্নিবাহী ম্যাজিষ্ট্রেট ঝন্টু আলী।দুদকের সহকারী পরিচালক হাসান ফেরদৌস বলেন,বিআরটিএ রংপুর অফিস থেকে ইচ্ছে করেই ফেল করিয়ে দেওয়া হয় আবেদনকারীকে। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে পুনরায় পাশ করিয়ে দেওয়া হয় এমন অভিযোগ রয়েছে। সেই সঙ্গে লাইসেন্স পেতে হলে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা দালালকে দিয়ে লাইসেন্স করতে হয়। তাছাড়া লাইসেন্স সংক্রান্ত যে কোনো কাজে আসলে এই দালালদের খপ্পরে পরতে হয়। যারা এসব করে তারা কেউই বিআরটিএ অফিসের সঙ্গে যুক্ত নয়। এনারা কেউ চায়ের দোকানদার আবার কেউ অফিসে ঘোরাঘুরি করে এইসব কাজ করে থাকেন। এসব কাজের সঙ্গে অফিসের কেউ জড়িত আছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন