প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

পীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

রংপুরে পীরগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করেছে। এ দিবস পালন উপলক্ষে সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয় । এরপর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের উপস্থিতিতে উপজেলা বিএনপি, পীরগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন র‌্যালী সহকারে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় । পুস্পমাল্য অর্পনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ চত্তরে বিজয় মেলা/২০২৪ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন । উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ফারুক, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ত্বকী ফয়সাল তালুকদার, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার,মুক্তিযোদ্ধাগন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নের্তৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্তিত ছিলেন । এ ছাড়াও উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসুচীর মধ্যে আলোচনা সভা সহ আরও বেশ কিছু কর্মসুচী অন্তর্ভুক্ত ছিল।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন