প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

পীরগাছায় নানা আয়োজনে বিজয় দিবস পালিত

প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

রংপুরের পীরগাছায় নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে। (১৬ ডিসেম্বর) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, নুরে আলম সিদ্দিকী, ছাত্র সমন্বয়ক শামিম হোসেন প্রমুখ।পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্তরে বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ রক্তদান ও সমাজসেবা ফাউন্ডেশন পরিদর্শনে এসে তাদের কাজের ভূয়শী প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাজমুল হক সুমন। এদিনে তারা বিনামূল্যে দিনব্যাপী শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন