প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

রাজশাহী তানোরে ঘন কুয়াশা কাটতে শুরু করেছে

প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি:-রাজশাহী বিভাগের তানোরে ঘন কুয়াশা কাটতে শুরু করেছে। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে।গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের কষ্টের সীমা ছাড়িয়ে যায়। কাজের অভাবে এবং প্রচণ্ড ঠান্ডায় দিনমজুর ও শ্রমজীবী মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তানোরে ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে জনজীবন ব্যাহত হচ্ছিল। তবে আজ সকাল থেকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, তানোর সহ আশ পাশের এলাকায় শীতের প্রকোপ আরও কিছুদিন থাকতে পারে। তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হতে পারে।

কৃষকেরা আশা করছেন, আকাশ পরিষ্কার থাকায় মাঠের কাজ দ্রুত শেষ করা যাবে। এছাড়া শীতজনিত রোগের প্রকোপও কমবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।এদিকে ঠান্ডাজনিত সমস্যাগুলো থেকে বাঁচতে চিকিৎসকরা পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার এবং গরম খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন