প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৪ জুলাই, ২০২৫

পীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আল-আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঘাঘট নদীর খামার নয়াটারী এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা,পীরগাছা থানার এস আই শাহনেওয়াজ প্রমূখ।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন মিয়া বেশ কিছু দিন ধরে ওই এলাকায় ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন শনিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এ সময় উত্তোলনকৃত বালু, শ্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে আলামিন মিয়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩-এর ৭ক ধারা লঙ্ঘন করেছেন। এজন্য তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত বালু নিয়মানুযায়ী নিলাম করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন