প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ত্রিপুরার অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ

প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ত্রিপুরার অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ, যুবদলের সভাপতি বলেন আমরা বিভিন্ন উপহার দেয়, তারা আমাদের কে দেয় ফেলানি লাশ।ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির তিন সংগঠন। বিকাল ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্হল বন্দর এলাকায় বাংলাদেশের সকল জেলার মানুষ জমায়েতে হয়ে ভারত অগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচী শুরু হয়।লংমার্চে যোগ দিতে সকাল থেকেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আখাউড়া চেকপোস্ট জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।পরিকল্পনা অনুযায়ী, লংমার্চ করে আখাউড়া স্থলবন্দর এসে এক সমাবেশ করা হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাপনী সমাবেশ করে শেষ হয়েছে কর্মসূচি।লং মার্চ শেষের আগে আখাউড়া সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির বাংলাদেশের যুবদলের সভাপতি বলেন- যারা বাংলাদেশ পতাকায় আগুন দেয়, বাংলাদেশের হাইকমিশনার ভাংচুর করে, এবং ফেলানির মত লাশ ফেলাই। তাদের প্রতিহত করবে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা।এ সময় তিনি বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গোটা দেশের প্রতিচ্ছবি ফুঁটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।এর আগে, গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন, যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন দল।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন