প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১২ জুলাই, ২০২৫

আরডিআরএস কোর-কোস্প্রিহেনসিভ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মোঃ মেরাজুল ইসলাম মেরাজ,রংপুর প্রতিনিধিঃ
আরডিআরএস কোর-কোস্প্রিহেনসিভ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের আয়োজন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১১ ডিসেম্বর)সকাল ১১ ঘটিকায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে আরডিআরএস এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতামূলক সভার আনুষ্ঠানিক শুভ উদ্ভাবন হয়।সেমিনারে উপস্থিত ছিলেন এসি.ডি.বি  প্রজেক্ট প্রকল্পের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল আমীন,সিড়ি এস মোঃ শাফকাতুল আলম,স্বাস্থ্য বিষয়ক টেকনিকাল অফিসার মো: হুমায়ুন কবির,টেকনিকাল অফিসার (প্রটেকশন এন্ড ইনফ্লুশন) জাহিদা মুশতারী । আরো উপস্থিত ছিলেন ডিপ্লোমা মেডিকেল  এসিস্ট্যান্ট জুননুন মন্ডল।এ সময়ে উপস্থিত এসি ডি.বি প্রজেক্ট প্রকল্পের  মেডিকেল অফিসার  ডক্টর আলামিন বলেন  নারীদের গর্ভধারনের পূর্ব মুহূর্তে যে সকল পুষ্টিকর  খাদ্য খাওয়া প্রয়োজন সে সম্পর্কে আমরা  সচেতন করে আসছি । ছাড়াও এই প্রকল্পের আওতায়  গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে  চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদান করে সাহায্য সহযোগিতা করা হয়। তিনি বলেন মাতৃ-গর্ভধারণের নিয়ম কানুন জানা প্রয়োজন  সেগুলো আমরা শিখিয়ে থাকি এবং নারীদের সিজারের ব্যাপারে নিরুৎসাহিত করি। সেমিনারের প্রকল্পের কর্মকর্তারা জানান এই প্রজেক্ট এর মাধ্যমে মাতৃত্ত্ব মৃত হার কমানে গর্ভকালিন সেবা সমূহ নিশ্চিত করা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য সম্পর্ক সচেতন ও নরমাল ডেলিভারি। কমিউনিটি ক্লিনিক- গর্ভধারনে  আর্থিক সহায়তা করে। গর্ভকালীন পরবর্তী শিশু সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি।নরমাল ডেলিভারীতে কোর-কোস্প্রিহেনসিভ প্রোগ্রামে বাংলাদেশের মধ্যে ৫৪০০ টাকা  এমারজেন্সী সাপোর্ট প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন