প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

কাউনিয়া কলেজ ফুটবল লীগ সফি বাজাজ মটরসে্র পক্ষ থেকে খেলোয়ারদেরকে জার্সি উপহার

প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সুনামধন্য বিদ্যাপীঠ উত্তরের শ্রেষ্ঠ কাউনিয়া কলেজের আয়োজনে  চার ডিপার্টমেন্টের চারটি দল নিয়ে ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার বেলা ১১টায় সফি বাজাজ মটরস্ কাউনিয়া এর পক্ষ থেকে  কাউনিয়া কলেজকে ফুটবল খেলার জার্সি উপহার দেন কাউনিয়া কলেজের সভাপতি ও সফি বাজাজ মটরস্ কাউনিয়া এর পরিচালক শফিকুল আলম সফির সুযোগ্য সন্তান ব্যাবস্থাপনা পরিচালক মোঃ সাবাব আলম আবেশ কাউনিয়া কলেজ খেলার মাঠে উপস্থিত হয়ে কলেজের অধ্যক্ষ মোঃ  ফারুক আজম সহ ডিপার্টমেন্ট প্রধানের হাতে সফি বাজাজ লেখা চারটি রংঙ্গের জার্সি  তুলেদেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন,খেলা পরিচালা কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক আবু মোঃ আশেক সিদ্দিক পরাগ, টিম ম্যানেজার সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান শামীম, টিম ম্যানেজার সহকারী অধ্যাপক শাহ্ রায়হান,টিম ম্যানেজার বিভাগীয় প্রধান প্রভাষক সরকার আবু মোহাম্মদ মহসিন হীরা, টিম ম্যানেজার প্রভাষক আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব সহ খেলোয়াড় ও  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন