প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৪ জুলাই, ২০২৫

দিনাজপুরের আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান নীলফামারী থেকে গ্রেপ্তার

প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.
দিনাজপুর খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ টেংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ৮ ডিসেম্বর সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার পুলহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ড, ভাঙচুর এবং অগ্নিসংযোগের একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।খানসামা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজমূল হক জানান, শাহনেওয়াজ টেংকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল সোমবার ৯ ডিসেম্বর তাঁকে আদালতে পাঠানো হবে।উল্লেখ্য,শাহনেওয়াজ টেংকু ছাত্র আন্দোলন ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন