প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গত ৯ই ডিসেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো: ফজলুল হক, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, সমবায় অফিসার ঝরণা রানী দেবনাথ, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা তথ্য অফিসার শারমিন আকতার প্রমুখ। আলোচনা সভা শেষে পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, ক্রেস্ট ও সনদ প্রাপ্তদের মধ্যে সফল জননী নারী ক্যাটাগরিতে নাছিমা খাতন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সায়মা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ফেন্সি খাতুন, নির্যাতননের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে নাজমা খাতুন ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মাহমুদা খাতুন কে সম্মাননা প্রদান করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন