প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

ফরিদুল ইসলাম রুবেলের গল্পে ভিন্নধর্মী নাটক ‘স্বামী বন্ধক’

প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

সাইদ কোনো কাজ-কর্ম করতে ভালো লাগে না। স্ত্রী আরশির পক্ষে সংসারের হাল ধরে রাখা কষ্টসাধ্য হয়ে উঠে।

তিনবেলা স্ত্রী ঠিকমতো খেতে দিচ্ছে এতেই সে খুশি। সাইদের এইসব কাণ্ড নিয়ে তার বাবা-মা বেশ ক্ষিপ্ত।

আরশি কোনো উপায় না দেখে পলকের শরাণাপন্ন হয়। কাজে মনোযোগী করতে সিদ্ধান্ত নেয় সাইদকে বন্ধক দিবে। পরিকল্পনা অনুযায়ী পলকের প্রেমিকা মায়ার কাছে সাইদকে বন্ধক দেওয়া হয়। সাইদ আরও বেশি খুশি হয়, কারণ সে নতুন বাসায় আরও ভালো খাবার খেতে পারবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন