
আগামী ২৪ মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে গংগাচড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ মে) সন্ধায় গংগাচড়া উপজেলা বিএনপি কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমিনুর রহমান রঞ্জু, উপজেলা আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, পরিচালনা করেন, সদস্য সচিব জনাব বুলবুল আহম্মেদ, সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ ফিরোজ আহম্মেদ, জেলা যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, আমন্ত্রিত অতিথি, জনাব চাঁন সরকার, উপজেলা বিএনপি, সাধারন সম্পাদক- আইয়ুব আলী, যুগ্ম সাধারন সম্পাদক- আব্দুল বাড়ি বেলাল, উপজেলা বিএনপি, জনাব শাহিন আলম সোনা, আছাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদল সহ, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরনের কাজ করবে তাঁর সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান। তাই এই সমাবেশ সফল করতে গংগাচড়া উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে জানান নেতৃবৃন্দরা।