1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বুড়িমারী স্থলবন্দর এখনো পর্যন্ত ফ্যাসিস মুক্ত হয় নি বলে এবি পার্টির বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন শিবগঞ্জে শ্বশুরের কুৎসিত রূপ: পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রাম উপজেলা পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন বিভিন্ন অনুদান নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগের ইউনিয়ন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে সরকারি খাস জমির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ আত্রাইয়ে আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন কাউনিয়ায় বিসিডিএসের মানববন্ধন লালমনিরহাটের পাটগ্রামে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত গাইবান্ধার আইন ফুলছড়িতে শৃংখলা কমিটির সভা শেষে ৬ ইউপি চেয়ারম্যান আটক প্রবাসীর ভালোবাসায় মানবিক উদ্যোগ—গাবতলীর দক্ষিণপাড়ায় দুস্থদের মাঝে টিন বিতরণ

ঝিনাইদহে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি!

  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পাঠ করা হয়েছে

শহিদুজ্জামান বাবু, খুলনা ব্যুরো প্রধানঃ বৈধ কাগজপত্র, রেকর্ড ও নামপত্তন না থাকার পরও ঝিনাইদহে অন্যের জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখল করতে না পেরে প্রভাবশালী চক্রটি খুন-জখমের হুমকী দিচ্ছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকার ৩১ নং সাধুহাটী মৌজায়। সরোজমিনে তথ্য নিয়ে জানা যায়, ডাকবাংলা বাজারের আব্দুল করিমের ছেলে আবুল কাশেমের আরএস ৩৯৩ খতিয়ানে ৫০ শতক জমি রয়েছে। এরমধ্যে ৩৯৩ খতিয়ানে মাগুরা পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলের তারিকুল ইসলামের ১২শতক ওয়ারিশ সুত্রে পাওয়া। ১৯৯৮ সালে উক্ত খতিয়ানের ৩৮ শতাংশ জমি আবুল কাশেমের দুই ছেলে আব্দুর রশিদ ও সফিকুর রহমানের কাছে বিক্রি দেন। ছেলেদের কাছে বিক্রির পর জালিয়াতির আশ্রয় নিয়ে একই জমি স্ত্রী রোকেয়ার কাছে বিক্রি করেন। আগে বিক্রিত এই জমি সত্ব না থাকার পরও আবার স্ত্রী রোকেয়া গিলাপোল গ্রামের মান্দার আলীর ছেলে আমিরুল ও আকিমুলের কাছে বিক্রি করেন। এখন এই জমি মান্দার আলীর ছেলে আমিরুল ও আকিমুল দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা জমির উপর গিয়ে প্রকৃত বৈধ মালিক তারিকুলকে মারধর ও হত্যার হুমকি দিয়ে জবর দখলের অপচেষ্ট করে যাচ্ছে। জমির বৈধ মালিক তারিকুল ইসলাম জানান, নতুন বছরে এই জমির তিনি খাজনা দিয়েছেন। জমির বৈধ কাগজপত্র সত্তে¡ও স্থানীয় আ’লীগ নেতা আলফা কবিরাজের ছেলে আনা কবিরাজ ও বাথপুকুর গ্রামের সাফদার মন্ডলের ছেলে আফসার, ইনু ও শিলু নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। ডাকবাংলা বাজারের ফল ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, এই জমি নিয়ে এর আগে একাধিকবার সমাজিক ভাবে বৈঠক হয়েছে।

ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এসআই লিটনও নিঃষ্পত্তির চেষ্টা করেছেন। বিচারে আমিরুল ও আকিমুল বৈধ কোন কাগজ দেখাতে পারেনি। তারপরও চক্রটি অন্যের জমি দখল করে এলাকায় দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টির পায়তারা করছেন। ডাকবাংলা বাজারের আরেক ব্যবসায়ী মহিউদ্দীন জানান, জমি সংক্রান্ত বিষয়ে আমরা একাধিকবার সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্ত উক্ত জমির মধ্যে আবুল কাশেমের কোন অংশ না থাকা স্বত্তেও আমিরুল ও আকিমুল সমস্যা সৃষ্টি করে এলাকার শান্তি শৃংঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন।

ডাকবাংলা বাজারের দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, তারিকুল ও আবুল কাশেমের জমিজমা নিয়ে বহুবার বসা হয়েছে। একটা নিস্পত্তিকৃত জমি নিয়ে এ ভাবে বারবার শালিস করা যায় না। কিন্তু আমিরুল ও আকিমুল কোনো কিছুই মানতে নারাজ। তিনি আরো জানান, এই জমি নিয়ে আবুল কাশেম দেওয়ানি আদালতে ১০৮/১৬ নং মামলা করে হেরে যায়। পরবর্তীতে উক্ত জমি দাঙ্গা সৃষ্টিকারী আমিরুল ইসলাম ও আকিমুল ইসলামও আদালতের দারস্থ হন যার মামলা নং এল,জি,টি, ৪৭২/২২। আদালত সকল কাগজ পত্র সঠিক থাকায় মামলা খারিজ করে তারিকুল ইসলামের পক্ষে রায় দেন। এলাকাবাসি জানায়, আমিরুল ও আকমুল কোনো আইন কানুন মানছে না। অনেকটা গায়ের জোরে জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। তারা জমির মূল মালিক তারিকুল ইসলাম সহ তার পরিবারের লোকজননের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024