1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে সামাজিক সংগঠন ‘আপন’ এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত কাউনিয়ায় নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষকদের সৌজন্যে সাক্ষাত নওগাঁতে ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের সদস্যদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত কাউনিয়ায় শহীদবাগ স্কুল এন্ড কলেজের এডহক কমিটির পরিচিতি সভা পাটগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের বাধা বিজিবির ঝিনাইদহে জমাজমি বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু চাটমোহরে ৩ যুবতীর আত্মহত্যার চেষ্টা।। একজনের মৃত্যু গাইবান্ধায় তিনটি কারখানায় যৌথবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্য সহ সরঞ্জাম উদ্ধার নন্দীগ্রামে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাগরণী চক্র ফাউন্ডেশন এর “স্বপ্ন “প্রকল্পের উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি ( ইডিসি) মিটিং অনুষ্ঠিত

স্বামীর গোপনাঙ্গ কেটে দিল এক হাজার এক টাকার বৌ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পাঠ করা হয়েছে

মোঃমামুন,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী । যার বিয়ের দেন মোহর ছিল এক হাজার এক টাকা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপ‌জেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।আহত স্বামীর নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রা‌মের সাদেক আলীর ছেলে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম(২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।ভুক্তভোগী যুবকের পরিবার সূত্রে জানা গেছে , আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়।তাদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে হাকিম। সম্প্রতি তৃতীয় বউ হিসেবে সে এক মেয়েকে বাড়িতে নিয়ে আসে। পরে সোমবার দিবাগত রাতে তার দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটায়।স্থানীয়রা জানান, তৃতীয় ‌বি‌য়ের পর থে‌কে স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে কলহ চল‌ছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের পুরুষাঙ্গ কে‌টে ফে‌লে তার স্ত্রী আসমা। প‌রে বাড়ির লোকজন বুঝতে পেরে তা‌কে উদ্ধার ক‌রে রংপুরের একটি বেসরকারি হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।প্রচুর রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা ভালো নয়। তার স্ত্রী বা‌ড়ি থে‌কে পা‌লি‌য়েছেন বলে জানান আজম।পরিবারের দাবি, আব্দুল হাকিমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। তবে বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।এ বিষয়ে জানতে চাইলে ডিমলা থানার তদন্ত ওসি আব্দুর রহিম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024