1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে তিস্তা ইউনিভারসিটির জুলাই শহীদ দিবস উদযাপন কাউনিয়ায় মিথ্যা ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন  পীরগাছায় অস্ত্রচক্রের হোতাসহ গ্রেপ্তার ২, উদ্ধার ভুয়া লাইসেন্স ও বন্দুক নীলফামারীতে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারকেল গাছ রোপনের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম এবছরের শেষে চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা: রিজওয়ানা হাসান নবাগত ইউএনও শেখ মো. রাসেলের সঙ্গে পীরগাছা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় আত্রাইয়ে কুরআন ও সালাত প্রতিযোগিতায় তিন বিজয়ীর ওমরা হজ্বের সু্যোগ দিয়েছে কিশোরগঞ্জে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে কুরআন ও সালাত প্রতিযোগিতায় তিন বিজয়ীর ওমরা হজ্বের সু্যোগ দিয়েছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি,
নওগাঁর আত্রাইয়ে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কুরআন, সালাত ও সিরাত পাঠ প্রতিযোগিতা বিশেষ সাড়া ফেলেছে। এই আয়োজনে প্রথম তিন বিজয়ী পেয়েছেন পবিত্র ওমরা হজ্ব পালনের সুযোগ, যার সকল ব্যয় বহন করেছে ফাউন্ডেশন।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির শুরু হয়,যাতে আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নামাজ প্রশিক্ষণ,কুরআন শিক্ষা ও রাসূল সা.-এর জীবনীভিত্তিক পাঠে প্রশিক্ষিত করা হয়। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলার পর নেয়া হয় মূল্যায়ন পরীক্ষা এবং ২৫ ডিসেম্বর ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন মো. গোলাম মোর্শেদ (বিশা ইউনিয়ন), দ্বিতীয় হয়েছেন মো. মাহাফুজুর রহমান (মনিয়ারী ইউনিয়ন) এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. আরিফুল ইসলাম (বিশা ইউনিয়ন)। বিজয়ী তিনজন ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন ওমরা হজ্ব পালনে। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, তাঁরা আগামী ২৪ জুলাই দেশে ফিরবেন।

খবিরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মো.খবিরুল ইসলাম বলেন,“আমরা চাই তরুণ প্রজন্ম ইসলামী জ্ঞান ও নৈতিকতায় গড়ে উঠুক।এই প্রতিযোগিতা তাদের আত্মিক উন্নয়নে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “ওমরা হজ্বের সুযোগ একটি পবিত্র সফর এবং তা বিজয়ীদের জন্য জীবনে বড় প্রেরণা হয়ে থাকবে।” প্রতিযোগিতা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন মো. আরিফুল ইসলাম। স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমধর্মী ধর্মীয় আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024