রংপুরের মিঠাপুকুরে বৈরাতীহাট তালীমুল সুন্নাহ নূরানী মাদ্রাসা ও গুনেশপুর পুরাতন জামে মসজিদ উন্নয়ন কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ জুলাই) বাদ মাগরিব বৈরাতীহাট ডিগ্রি কলেজের সামনে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।দক্ষিণ গুনেশপুর দারুস সুন্নাহ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম বাবু, বিশিষ্ট সমাজসেবক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ এসি বাস মালিক সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোঃ রুবেল সাদি, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিঠাপুকুর উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা ও মসজিদ উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং এলাকাবাসীর সহযোগিতায় একটি আধুনিক ধর্মীয় শিক্ষাকেন্দ্র ও নামাজ আদায়ের উপযোগী পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ তৌহিদুল ইসলাম (বাবু) বলেন, মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন প্রকল্পের জন্য আমার কাছে আপনারা আসবেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমি জানতে পেরেছি কারেন্ট গেলে বাচ্চাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে, তাই আমি বাচ্চাদের পড়াশোনার জন্য একটি আইপিএস অতি দ্রুত এখানে পৌঁছে দেব ইনশাআল্লাহ।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, মাদ্রাসা-মসজিদের উন্নয়ন এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় দোয়া পরিচালনা করা হয় ।
Leave a Reply