1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগের ইউনিয়ন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে সরকারি খাস জমির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ আত্রাইয়ে আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন কাউনিয়ায় বিসিডিএসের মানববন্ধন লালমনিরহাটের পাটগ্রামে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত গাইবান্ধার আইন ফুলছড়িতে শৃংখলা কমিটির সভা শেষে ৬ ইউপি চেয়ারম্যান আটক প্রবাসীর ভালোবাসায় মানবিক উদ্যোগ—গাবতলীর দক্ষিণপাড়ায় দুস্থদের মাঝে টিন বিতরণ পীরগাছায় পানি নিষ্কাশনের জায়গা প্রশস্ত না থাকায় তলিয়ে গেছে চার একর জমির আবাদি ফসল আখাউড়ায় এমসি বাণিজ্যের দায়ে, হাসপাতালে মালি সোহেল মিয়া বদলী, ভুক্তভোগী হেলাল মিয়া! কাউনিয়ায় বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ বিষয়ক সচেতনতামূলক সভা

আত্রাইয়ে বাড়িঘর দোকানে সন্ত্রাসী হামলা : ভাংচুর, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর বাজারে ৮টি বাড়ি ও ২টি দোকানে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘর ভাংচুর, নগদ ১৫-২০ লাখ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর বাজারের মৃত নজর উদ্দিন সরদারের ছেলে মোজাহার উদ্দিন, আব্দুল জলিল মন্ডলের ছেলে মিলন হোসেন মন্ডল, মৃত মংলা সাহার ছেলে বেলাল সাহা, মৃত শুকুর প্রামনিকের ছেলে হিরো ও সম্্রাট, মোহাম্মদ আলীর ছেলে তাজিম উদ্দীন রকেট, মৃত নজের উদ্দীনের ছেলে ভুট্টু, আলিম সরদারের মেয়ে মাসুদা বেগম, মৃত খয়ের আলীর ছেলে লোকমান আলী পৃথক পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন। তারা বলেছেন, পূর্বমিরাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বায়েজিদ হোসেন নসিব, চৌধুরী ভবানীপুর গ্রামের আঃ জলিলের ছেলে সোহাগ হোসেন, মির্জাপুর গ্রামের মমতাজের ছেলে জহুরুল ইসলাম, চৌধুরী ভবানীপুর গ্রামের মৃত জান্টুর ছেলে সুমন হোসেন ও কুমন, পূর্বমিরাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে শিমুল, চৌধুরী ভবানীপুর গ্রামের মৃত কলির ছেলে বেলাল হোসেন, হাতিয়াপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মোঃ বানেজ, একই গ্রামের উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান, চৌধুরী ভবানীপুর গ্রামের মোস্তার ছেলে মিনহাজুল ইসলাম, মির্জাপুর গ্রামের খয়ের মল্লিকের ছেলে আঃ মজিদ মল্লিক, চৌধুরী ভবানীপুর গ্রামের মৃত মানিকের ছেলে নিশান, ফুলবাড়ি গ্রামের ইমারুলের ছেলে মোঃ আলেফ, মির্জাপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে স্বপন, মৃত জোবার ছেলে আঃ আজিজ, সোনার ছেলে সোহান, পূর্বমিরাপুর গ্রামের জামাল হোসেনের ছেলে মিলন, হৃদয় হোসেন, আঃ রাজ্জাকের ছেলে আতিকুল ইসলাম, মৃত আকবর আলীর ছেলে মামুন হোসেনসহ অজ্ঞাতনামা ১০/১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে তারা বলেন, উপরোক্ত আসামীরা পূর্বমিরাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বায়েজিদ হোসেন নসিবের নেৃতত্বে পূর্বের জের ধরে গত শুক্রবার রাতে প্রত্যেকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে নগদ ১৫ থেকে ২০ লাখ টাকা, আসবাবপত্র ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী গৃহবধু পপি বেগম ও জুয়েল সরদার জানায়, ঘটনার দিন রাত ৮টার দিকে বায়েজিদ হোসেন নসিবের নেৃতত্বে ২০/২৫জনের একদল সন্ত্রাসী বাজারে বসে থাকা অবস্থায় মৃত খয়ের আলীর ছেলে কামাল সরদার ও তার ভাই একরাম সরদারের উপর আতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেই। এরপর তারা আবারো আধাঘন্টা পর পুনরায় এসে উপরোক্ত ৮জনের বাড়িতে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘর ভাংচুর, নগদ ১৫-২০ লাখ টাকা লুটপাট করে। শুধু তাই নয় ২টি দোকানের সকল মালামাল ও টাকা নিয়ে যায়। তাদের সকলের হাতে ধারালো হাসুয়া, লোহার রড, জিআই পাইপ, চাইনিজ কোড়াল, হকেস্টিক ছিল। আমরা তাদেরকে বাধা দিতে গেলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মিডিক্যাল অফিসাার নাজমুল হক নাহিদ বলেন, কামাল সরদারের অবস্থা খুব একটা ভালো নয়। ১৬টি সেলাই করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে। আত্রাই থানার ওসি সাহাবদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত স্বপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024