মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে তিন দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করেন ইউএনও কামাল হোসেন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) ২০২৫ সকাল ১০টায় ভূমি মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে ভূমি সেবা সহজলভ্য করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন “ভূমি সেবা বান্ধব বাংলাদেশের অংশ হিসেবে ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষকে জমি সংক্রান্ত সেবা, আইনি পরামর্শ ও সমস্যার সমাধান একস্থানে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোঃ কওছার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, উপজেলা ভূমি অফিসের হেড এ্যাসিস্টান্ট কাম-একাউন্ট্যান্ট মোঃ আব্দুর রউফ, নাজির কাম-ক্যাশিয়ার আফরিন জাহান, উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোঃ নাহিদ হাসান, ৮টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ।
Leave a Reply