বগুড়ার গাবতলী উপজেলার ১নং কাগইল ইউনিয়নে ভিডব্লিউবি (Vulnerable Group Feeding) কর্মসূচির আওতায় ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রতিজন উপকারভোগীকে পাঁচ বস্তা করে চাল প্রদান করা হয়, যার মাধ্যমে মোট ৭৫০ বস্তা চাল বিতরণ করা হয়েছে।এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং কাগইল ইউনিয়ন পরিষদের সক্রিয় সহযোগিতায়। মানবিক এ কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করেন কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর, যিনি একজন মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আশরাফুল ইসলাম, ইউপি সচিব আব্দুর রশিদ, ইউপি সদস্য আব্দুল সাত্তার, মনজুরুল ইসলাম, বাবলু মিয়া, মিলন মিয়া, জাহাঙ্গীর আলম, স্থানীয় গ্রাম পুলিশ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধি, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, “বর্তমান সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি এই ধরনের সহায়তা কর্মসূচি সমাজে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।চালপ্রাপ্ত উপকারভোগীরা বলেন, “আমরা খুবই খুশি ও কৃতজ্ঞ। এমন সহায়তা আমাদের জীবনধারন সহজ করে তোলে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের সহানুভূতিশীল কার্যক্রম চলমান থাকবে।এই বিতরণ কার্যক্রমে মানবিক দৃষ্টিভঙ্গি, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং আবু জাফরের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সক্রিয় অংশগ্রহণ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
Leave a Reply