বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।এবছর বস্তু নির্ভর সংবাদ প্রকাশে একধাপ এগিয়ে থাকা দক্ষ সাংবাদিকদের বিভিন্ন সেক্টরে সম্মাননায় ভূষিত করা হয়েছে।এতে নীলফামারীর কৃতি সন্তান তরুন সংবাদকর্মী বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন নীলফামারী জেলা শাখার সভাপতি,এশিয়ান টেলিভিশন নীলফামারী জেলার অনলাইন ডিজিটাল মিডিয়া প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলাম রাজুকে সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস, দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জনজাগরণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম প্রমূখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশে যে সকল সাংবাদিকদের বিভিন্ন সরকারের আমলে বিনা অপরাধে অযথা হয়রানি করা হয়েছে তাদেরকে আসন্ন ঈদের আগেই কারামুক্তি করতে হবে।দেশে শত শত সাংবাদিক গত ৮-১০ মাস ধরে কারাবন্দী, আবার অনেকেই গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন।তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত হওয়ার আগে কোনো সাংবাদিককে গ্রেফতার না করতে রাষ্ট্রের নিকট দাবিও জানান তিনি।সম্মাননা স্মারক হাতে নিয়ে সংবাদকর্মী আশরাফুল ইসলাম রাজু জানান,দেশে আজ চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় আমাদের মতো কলম সৈনিকদেরও আজ কোন না কোন রাজনৈতিক দলের রোষানলে আবদ্ধ থাকতে হয় এতে করে অনেকটাই বস্তু নির্ভর সংবাদ সংগ্রহে বাঁধা আসে। তাই সে জায়গা থেকে মুক্ত করতে হবে গনমাধ্যমকে।মামলার নামে হয়রানির শিকার করে সত্য প্রকাশে বাধা দিলে সকল সংবাদ কর্মীদের এক কাতারে এসে মোকাবেলার জোর দাবির কথাও তুলে ধরেন তিনি। দিনভর নানা আয়োজনে সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। এতে অংশনেন দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা সংবাদকর্মীরাও।
Leave a Reply