লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার:
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) আবির আহমেদ, এসআই(নিরস্ত্র) আব্দুল আলীম, এএসআই(নিরস্ত্র) ধীমান বড়ুয়া, এএসআই(নিরস্ত্র) মোঃ সাব্বির হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ জিআর-২৮/২৪, আখাউড়া থানার মামলা নং-০৮, তাং-৬/০২/২৪ইং ওয়ারেন্টভুক্ত আসামী ০১। জুয়েল কালু প্রকাশ কালু মিয়া প্রকাশ খলিল, পিতা – মোঃ জাহের মিয়া প্রকাশ জাহার মিয়া, সাং-সেনারবাদী, ইউপি-মোগড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-১১৩/১৯ (আখাউড়া), আখাউড়া থানার মামলা নং-২২, তাং-১৪/০৩/১৯ইং এর ওয়ারেন্টভূক্ত আসামী ২/মোঃ হানিফ, পিতা-মৃত মালু মিয়া, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
জিআর-১৭২/১৯, দায়রা মামলা নং-১৯১/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৩। মোঃ রুবেল প্রকাশ সোহেল, পিতা-মোঃ আলী, সাং-আনোয়ারপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিজেএম ৩২১/২০,জিআর-১০/২০, আখাউড়া থানার মামলা নং-১০, তাং-০৮/০১/২০ইং এর ০২ বছর সশ্রম সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী০৪। নোয়াব মিয়া, পিতা-মৃত মন মিয়া, সাং-নূরপুর, এ/পি রাধানগর কলেজপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে আখাউড়া থানা এলাকায় পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply