বগুড়ার শেরপুর থানা পুলিশের চৌকস অভিযানে ২৪৮ (দুই শত আটচল্লিশ) লিটার দেশীয় চোলাইমদ, ৫১৪ বোতল অবৈধ মাদকদ্রব্য, এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা তিন সহযোগী পালিয়ে যায়। ১৭মে ২০২৫ তারিখ রাত্রি ০০:১০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ সিয়াম হাসান এর নেতৃত্বে শেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। সিটি ব্যাংকের সামনে সন্দেহজনকভাবে চলাচলকারী একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে যাত্রীরা দৌড়ে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে সিএনজি ড্রাইভার মোঃ সেলিম মৃধা (৫৭), পিতা-মৃত আব্দুল জলিল মৃধা, সাং-চকসূত্রাপুর সওদাগরপাড়া, বর্তমান ঠিকানা-চারমাথা শৈল্যালপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, কে আটক করা হয়। সিএনজি তল্লাশি করে পিছনের সিটের উপরে ও নিচে রাখা ৬টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে বোতলজাত ২৪৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। সিএনজি’র রেজিস্ট্রেশন নং ছিলো বগুড়া-থ ১১-৫৬০৬। এ ঘটনায় পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন: ১. শ্রী রাজিব চন্দ্র (৩২), পিতা-শংকর বাঁশফোড়, সাং-চকসূত্রাপুর হরিজন কলোনী, ২. শ্রী হৃদয় বাঁশফোড় (৩০), পিতা-মৃত লালজী বাঁশফোড়, সাং-রামচন্দ্রপুরপাড়া (সুইপাড় কলোনী), ৩. শ্রী সুজন (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-চকসূত্রাপুর হরিজন কলোনী।আটক আসামি মোঃ সেলিম মৃধার বিরুদ্ধে পূর্বেও বগুড়া সদর থানায় মামলা রয়েছে (এফআইআর নং-৪৩, জি.আর. নং-১৪০/১২, বিশেষ ক্ষমতা আইন ২৫B ধারায়, তারিখ: ২২ মার্চ ২০১২)।আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ১৭ মে ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শেরপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply