শহিদুজ্জামান বাবু, খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা ও সামাজিক বিরোধের জেরে প্রতিপক্ষের বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসময় স্বপন মৃধা (৩৮) নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (২ মে) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলায় আহত স্বপন মৃধা ওই গ্রামের মৃত হোসেন আলী মৃধার ছেলে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে শৈলকুপা থানায় একটি এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্তরা হলেন- বারইপাড়া গ্রামের মৃত উজির আলী বিশ্বাসের ছেলে বদর আলী বিশ্বাস, আদিল উদ্দিন বিশ্বাস, সদর উদ্দিন বিশ্বাস, বদর উদ্দিন বিশ্বাসের ছেলে রাব্বি বিশ্বাস, রানা বিশ্বাস ও সদর উদ্দিন বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বারইপাড়া গ্রামের মৃত মতলেবুর রহমান বিশ্বাসের ছেলে মতিয়ার রহমান বিশ্বাসের বসতবাড়ির জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বদর উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে অভিযুক্ত আদিল উদ্দিন বিশ্বাস, সদর উদ্দিন বিশ্বাস, রাব্বি বিশ্বাস, রানা বিশ্বাস ও শিমুল বিশ্বাস দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখল করতে ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বসতবাড়ির জমি নিজেদের দখলে নিতে সীমানা টানিয়ে দেয়। সেসময় পরিবারের সদস্য স্বপন মৃধা তাদের বাধা দিলে অভিযুক্তরা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply