বাংলাদেশ জননেতা
ডক্টর ইউনুস স্যার,
রংপুরের উন্নয়নে
আপনার দরকার!
আমার দেশ বাংলাদেশ,
শান্তির এক নীড়!
যেই মাটিতে ঘুমিয়ে আছে,
লক্ষ সেনা বীর!
দেশটা যেন স্বপ্ন রাঙা,
তুলনা করি কিসে?
তবুও কেন দেশ টা আজ,
বৈষম্যের শীর্ষে!
সর্ব গতিতে বাজেট সব
পাচ্ছে দক্ষিণ বঙ্গ
রংপুর জেলা কি পায়
তাহার ন্যায্য সব মূল্য?
বোমা হামলায় যখন হয়
সব লণ্ডভণ্ড- একজন আরেক জনের
দোষ দেয়,কি মজার কান্ড!
তবুও আমি বাংলার বুকে
বাংলা মায়ের সন্তান!
জীবন দিয়ে রাখব অটুট,
মাতৃভূমির সম্মান!
রংপুর তুমি ধন্য
বৈষম্যের জন্য!
Leave a Reply